হোম > সারা দেশ > টাঙ্গাইল

জাকাতের টাকা আনতে গিয়ে মারা যান টাঙ্গাইলের সেই ৪ নারী

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে জাকাতের কাপড় আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা উত্তর ও দক্ষিণাঞ্চল রেললাইনের জেলার কালিহাতী উপজেলার মীরহামজানি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী বাসন্তী (৬০), একই পাড়ার মৃত অনাথ দাসের স্ত্রী ও নিকরাইল রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের আয়া আরতী রানী দাস (৫০), হরি বন্ধু দাসের স্ত্রী শান্তি রানী (৪৮) ও শান্তির মেয়ে শিল্পী রানী (২৮)। এ ছাড়া আহত হন তাঁদের সঙ্গে থাকা জোছনা রানী দাস নামের আরেক নারী।

নিহত শান্তি রানী দাসের ছেলে গোরাঙ্গ চন্দ্র দাস বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। বাড়ির কাউকে না জানিয়ে মা আমার বোন ও পাড়ার আরও তিনজন নারী মিলে অনুদানের জন্য সল্লা এলাকায় যাচ্ছিল। রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা ট্রেনের ধাক্কায় মারা যায় বলে খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি তাদের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।’

নিকরাইল দাসপাড়া কালিমন্দির কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস বলেন, ‘ঈদ উপলক্ষ্যে সল্লার একজন দানশীল ব্যক্তি গরিবদের দান দেন। এমন খবর পেয়ে তারা পাঁচজন মিলে বাড়ির কাউকে না জানিয়ে দানের টাকা নিতে যাচ্ছিল। এখন ফিরল লাশ হয়ে। নিকরাইল মহাশ্মশান ঘাটে একসঙ্গে চারজনের মরদেহ দাহ করা হবে।’ 

নিকরাইল রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বলেন, ‘ওই চার নারী একই পাড়ার। এর মধ্যে আরতী রানী আমাদের স্কুলের খণ্ডকালীন আয়া হিসেবে কাজ করতেন।’

টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক বলেন, ‘ময়নাতদন্ত না করার আবেদন করলে মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা