হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাজিতে হারল ছোট ভাই, প্রাণ গেল বড় ভাইয়ের

প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল) 

বাজি ধরে ফুটবল খেলেছিলেন নাজমুল হোসেনের (২২) ছোট ভাই। বাজিতে হেরে গিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষের কাছে কথা রাখেননি। এ নিয়ে বিরোধে প্রাণ গেল তাঁর। 

নাজমুল হোসেন ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা গ্রামের আব্দুল বাছেদের ছেলে। প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত হয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি মামলা হয়েছে। 

জানা যায়, গত ১৫ আগস্ট নাজমুলের ছোট ভাই সুহেল (১৯) বাজি ধরে এলাকার বন্ধু হৃদয়ের (২০) সঙ্গে ফুটবল খেলতে নামেন। বাজি ধরা হয় কোমল পানীয়। খেলায় নিজের দল হেরে গেলে সুহেল হৃদয়কে কোমল পানীয় খাওয়াতে রাজি হয় না। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলে স্থানীয় মুরব্বিরা তাঁদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। 

ঘটনার জের ধরে ১৭ আগস্ট রাতে ডেংরাচালা বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সুহেলের বড় ভাই নাজমুল মাথায় মারাত্মকভাবে আঘাত পান। ওই দিন রাতেই তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট তিনি মারা যায়। ময়নাতদন্ত শেষে গত ২০ আগস্ট তাঁকে দাফন করা হয়। 

এই ঘটনায় নাজমুলের চাচা শাহজাহান বাদী হয়ে হৃদয় হোসেনসহ নয়জনকে আসামি করে ১৯ আগস্ট ঘাটাইল থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন