হোম > সারা দেশ > টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে টোল 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার টোল বাড়ানো হয়েছে মর্মে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

জানা যায়, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর ২০১১ সালে টোল বাড়ানো হয়েছিল। এ সময় সংশোধিত বঙ্গবন্ধু সেতুর টোল রেট অনুসারে মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জিপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১ হাজার ১০০ টাকা, বড় ট্রাক ১ হাজার ২৫০-১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। 

এবার ২য় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে মোটরসাইকেলে ৫০ টাকা, হালকা যানবাহনের মধ্যে কার/জিপ ৫৫০ টাকা, মাইক্রো/পিকআপ ৬০০ টাকা, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাক (৫ টন) ১ হাজার টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১ হাজার ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩ হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪ হাজার টাকা এবং সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।

তবে প্রজ্ঞাপন জারি হলেও আজ বুধবার বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন থেকে আগে নির্ধারিত রেটে টোল আদায় করছে কর্তৃপক্ষ। অপরদিকে, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারির দিন থেকেই চালকদের জানাতে তাঁদের হাতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন দেন। 

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেতুতে টোল বাড়ানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরই গতকাল রাত থেকে সেতু পারাপার করা যানবাহনের চালকদের হাতে একটি করে লিফলেট দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হয়নি।

এ বিষয়ে কর্মকর্তারা বলেন, টোল আদায় সিস্টেম পরিবর্তন করে নতুন টোল রেট সংযুক্ত করার পর টোল আদায় শুরু হবে। 

বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, টোল বাড়ানোর প্রজ্ঞাপন জারি হয়েছে। শিগগিরই নতুন রেটে সেতুতে টোল আদায় শুরু হবে। টোল বাড়ানোর প্রজ্ঞাপন চালকদের হাতে দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যাপক প্রচারের জন্য সেতু কর্তৃপক্ষ আলাদাভাবে এ সংক্রান্ত লিফলেট ছাপানোর উদ্যোগ নিয়েছে। সেতুতে টোল বাড়ানো নিয়ে চালকদের মধ্যে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু