হোম > সারা দেশ > টাঙ্গাইল

গরু চোর ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরের কাঁকড়াজান ইউনিয়নে গরুসহ চোর ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ইউপি চেয়ারম্যান। আজ রোববার সকালে উপজেলার তৈলধারা বাজারে নবনির্বাচিত ইউপি সদস্য ও স্থানীয়দের সঙ্গে এক সচেতনতামূলক সভায় এই ঘোষণা দেন নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল হোসেন। 

দুলাল হোসেন বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাঁকড়াজান ইউনিয়নকে চুরি, ডাকাতি, ঘুষ, জুয়া ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। চুরি ও ডাকাতি প্রতিরোধে ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে লাইটের ব্যবস্থা ও ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নটিতে কয়েক বছর ধরে গরু চুরির প্রবণতা বেড়েছে। তাই গরুসহ চোর হাতেনাতে ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

এ সভায় সখীপুর থানার কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্যসহ স্থানীয় দুই শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, ‘কাঁকড়াজান ইউনিয়নে তুলনামূলকভাবে অপরাধ প্রবণতা বেশি। তাই যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। স্থানীয়রাও নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকবেন। প্রয়োজনে পুলিশকে জানাবেন। পুলিশ সব সময় জনগণের সেবায় নিয়োজিত রয়েছে।’

সভায় স্থানীয় বাসিন্দা আবু বকর মিয়ার সভাপতিত্বে প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, মোজাম্মেল হক, মিন্টু মাস্টার, রুহুল আমিন, কামরুল হাসান, মঞ্জুর মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন