হোম > সারা দেশ > টাঙ্গাইল

মাভাবিপ্রবি ছাত্রী মেসের বাথরুমে গোপন ক্যামেরা, বিচার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এলাকার ঘোষপাড়া ছাত্রী মেসের বাথরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ভবন মালিকের ছেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার মালিকের ছেলে তুহিন সরকারের বিচারের দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ সময় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রক্টরের পদত্যাগের দাবি সংবলিত উপাচার্য বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। 
 
এর আগে গত ৮ মে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন শিক্ষার্থীরা। বেশ কয়েক দিন অতিবাহিত হওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ শিক্ষার্থীরা ভ্যানে করে বিছানাপত্র নিয়ে প্রক্টরের অফিসের সামনে অবস্থান নেয়। পরে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও যোগ দেয়। 

প্রত্যক্ষদর্শী দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ঘোষপাড়া এলাকার হানিম সরকারের ‘সরকার বাড়ি’ ছাত্রী মেসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসবাস করেন। গত ৭ মে সরকার বাড়ি মেস মালিকের ছেলে গোপনে ছাদ থেকে বাথরুমের ভেন্টিলেটরে মোবাইলের ক্যামেরা স্থাপন করেন। হঠাৎ এক ছাত্রী তা দেখে চিৎকার শুরু করেন। 

এরপর মেসের মেয়েদের নিয়ে ছাদে গিয়ে দেখেন, মালিকের ছেলে তুহিন সরকার পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে আছে। এ ছাড়া ছাদে লাঠির সঙ্গে দড়ি ও ক্লিপ দেখতে পান। এতে আতঙ্কিত হয়ে পড়েন মেসে অবস্থানরত ছাত্রীরা। 

সাপ্তাহিক বন্ধ থাকায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি। তবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি প্রক্টরিয়াল বোর্ডের। শিক্ষার্থীরা তাদের সঙ্গে কথা বলবেন।’ তাদের কাছ থেকেই বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ