হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে অপহরণ মামলা করায় বাদীর ওপর হামলা, আহত ২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় বাদী ও তাঁর স্বজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বাদী খুশী মোহন মণ্ডল (৬৫) ও ফুফা (পিশা) গিরেন সরকারকে (৩৫) উদ্ধার করে উপজেলার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার উপজেলায় ভুক্তভোগী (১৪) প্রতিদিনের মতো ক্লাসে যায়। সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এর মধ্যে একই গ্রামের খোকন (২৩) ওই ভুক্তভোগীর সঙ্গে নিজের ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। খোকন ওই ছাত্রীকে অপহরণ করে গোপন স্থানে নিয়ে অবস্থান করছেন ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে ভুক্তভোগীর দাদা খুশী মোহন মণ্ডল মির্জাপুর থানায় অভিযোগ করেন।

এদিকে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে খোকনের লোকজন শুক্রবার রাতে বাদী খুশী মোহন ও পিশা গিরেনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে দুজনেই আহত হন।

আহত খুশী মোহন মণ্ডল বলেন, ‘নাতিনকে ফিরে পেতে থানায় যাওয়ায় খোকনের ভাই রিপন, প্রকাশ, গোপাল ও শম্ভুসহ ৫-৭ জন মিলে আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেছেন।’

মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরুন্নবী বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বাদী ও ছাত্রীর ভগ্নিপতির ওপর হামলার বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন