হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউনুস আলী নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউনুস আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় যোগদানের আগে টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। তাঁর কর্মস্থল পরিবর্তন হলেও তিনি তাঁর বাসা পরিবর্তন করেননি। কয়েকদিন আগে তিনি ছুটিতে টাঙ্গাইলের বাসায় আসেন। 

আজ শনিবার দুপুরে তিনি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্লা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’

এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি চিহ্নিত করে চালককে আইনীর আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

পেটের ভেতর ৩৯৪৩ ইয়াবা

প্রেমিক ব্যাংক কর্মকর্তাকে দেখা করতে ডেকে হত্যা, প্রেমিকা পলাতক, স্বামী কারাগারে

টাঙ্গাইল জেলহাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সখীপুরে বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৬ নেতার পদত্যাগ

নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে আলোচনায় বিএনপি নেতা আযম খান

ভূমিকম্প অনিশ্চিত, বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইলে মনোনয়ন ঘিরে বিএনপির ২ গ্রুপে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৮