হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউনুস আলী নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউনুস আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় যোগদানের আগে টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। তাঁর কর্মস্থল পরিবর্তন হলেও তিনি তাঁর বাসা পরিবর্তন করেননি। কয়েকদিন আগে তিনি ছুটিতে টাঙ্গাইলের বাসায় আসেন। 

আজ শনিবার দুপুরে তিনি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্লা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’

এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি চিহ্নিত করে চালককে আইনীর আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩