হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরের গোড়াই এলাকায় যানজটে যাত্রীদের চরম দুর্ভোগ

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই এলাকায় টাঙ্গাইলমুখী শতশত যানবাহনে হাজারো যাত্রী যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে যানজট শুরু হয়ে রোববার দুপুর বারোটায় এই প্রতিবেদন করার সময় পর্যন্ত যানজট স্থায়ী ছিল। ধীর গতিতে থেমে থেমে চলছে গাড়ি।  
 
মহাসড়কের গোড়াই হাটুভাঙা রোডে নির্মাণাধীন উড়াল সেতু এলাকায় একপাশে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। 
 
উপজেলার গোড়াই হাটুভাঙা রোড এলাকা থেকে কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিউটিক্যাল পর্যন্ত দুই কিলোমিটার সড়কে এই যানজট সৃষ্টি হয়েছে। এতে টাঙ্গাইলমুখী হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
 
জানা গেছে, চলমান লকডাউনে গার্মেন্টস ও কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে পৌঁছানোর জন্য গণপরিবহন ও লঞ্চ রোববার দুপুর পর্যন্ত চালু রাখার ঘোষণা দেওয়া হয়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। ফলে মহাসড়কের মির্জাপুরের গোড়াই হাটুভাঙা রোডের ওই এলাকা যানজটের সৃষ্টি হয়। 
 
মির্জাপুরের গোড়াই ক্যাডেট কলেজ এলাকার বাসিন্দা আজিজ রেজা জানিয়েছেন, বিকেল থেকে যানবাহনের চাপ মহাসড়কে বেড়ে গেলে শনিবার সন্ধ্যার পর থেকে যানজটের সৃষ্টি হয়। সারারাতই ওই অংশে যানজট অব্যাহত ছিল বলে তিনি জানিয়েছেন। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় গোড়াই উড়াল সেতু নির্মাণাধীন এলাকার একপাশে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। তবে যানজট নেই বলে তিনি দাবি করেন। 

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন