হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুর পৌর কাউন্সিলরকে কারাগারে প্রেরণ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমের আঙুল কেটে ফেলা মামলায় কাউন্সিলর আনোয়ার হোসেন, তাঁর ছোট ভাই শাহআলম ও জহুরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার তাঁরা আদালতে হাজির হলে এ নির্দেশ দেওয়া হয়। 

এর আগে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, ভাঙচুর, আঙুল কেটে ফেলা ও মারপিটের অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি সূচীর ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় কাউন্সিলর আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করা হয়। কিন্তু উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন তাঁরা। 

অন্যদিকে, গত ৩০ জানুয়ারি ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগম এবং আওয়ামী লীগের অন্যান্য কর্মীর ওপর হামলা চালানো হয়। সূচী বেগমকে নির্বাচনী বুথ থেকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে গত ৩ মে ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বাছিদ মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম তালুকদার বাবলুর স্বাক্ষরিত চিঠিতে কাউন্সিলর মো. আনোয়ার হোসেনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সব পরিচয় থেকে তাঁকে বিরত থাকতে বলা হয়। 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হজরত আলী সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। গতকাল তাঁরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে হাজির হন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। সেখানে ভোটারদের দীর্ঘ লাইনও ছিল। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছিলেন নারী ও পুরুষ ভোটাররা। দুপুর পৌনে ১২টায় হঠাৎ করেই পাল্টে যায় দৃশ্যপট। 

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু