হোম > সারা দেশ > টাঙ্গাইল

চার মাস বেতন পান না, ঈদ আনন্দ নেই সখীপুরের এসএসকে কর্মীদের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) কর্মীরা ঈদের আগে বেতন পাচ্ছেন না। ওই প্রকল্পের ১২ জন কর্মচারীকে বেতন ভাতা ছাড়াই এবারের ঈদ পালন করতে হবে। এ নিয়ে তাঁদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 

প্রকল্পের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) প্রকল্পের আওতায় সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন নিরাপত্তাকর্মী ও ছয়জন সুরক্ষা কর্মী গত জানুয়ারি মাসে নিয়োগ পেয়েছেন। ১৬ হাজার ১৩০ টাকা মাসিক বেতনে চার মাস ধরে কোনো বেতনই পাননি তাঁরা। প্রকল্পের অধীনে চাকরি করায় এ বিষয়ে তাঁরা প্রতিবাদও করতে পারেন না। 

এসএসকে প্রকল্পের একাধিক নিরাপত্তাকর্মী বলেন, ‘কী কারণে বেতন পেলাম না তা জানি না। আশায় ছিলাম ঈদের আগে বেতন পাব, বউ পোলাপান নিয়ে আনন্দে ঈদ করব, কিন্তু তা আর হলো না।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, ‘এ নিয়ে ওঁদের সঙ্গে কথা হয়েছে। এই প্রকল্পের ঠিকাদার অসুস্থ হওয়ার কারণে তাঁদের বিল করতে পারে নাই। তবে ঈদের কয়েক দিন পরেই তাঁরা বেতন পেয়ে যাবেন।’ 

ঠিকাদার আফিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আলী আশরাফের কাছে জানতে চাইলে বলেন, ‘আমি অসুস্থ হয়ে ২০ দিন ভারতে ছিলাম। এ করণে ওদের বেতন ভাতা তৈরি করে জমা দিতে পারি নাই। ঈদের পর বেতন হয়ে যাবে ইনশাআল্লাহ।’

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু