হোম > সারা দেশ > টাঙ্গাইল

মোটরসাইকেলের চাকা পিছলে রাস্তায়, কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট ২

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক আরোহী।

আজ সোমবার বিকেল পৌনে ৫টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার জোকারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বল্লভবাড়ী এলাকার আশরাফ মিয়ার ছেলে জহুরুল (২৫) ও পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার চর পাথাইলকান্দি এলাকার আব্দুল মজিদের ছেলে সবুজ মিয়া (৩০)। আহত আরোহী চর পাথাইলকান্দি এলাকার মো. আব্দুল হালিমের ছেলে মো. সোহেল। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুমুখী একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে চাকা পিছলে চালকসহ তিন আরোহী মহাসড়কের ওপর পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাঁদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান। স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা