হোম > সারা দেশ > টাঙ্গাইল

অসুস্থ যুবককে রাস্তায় ফেলে পালাল বাস, হাসপাতালে মৃত ঘোষণা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে এক ‘অসুস্থ’ যুবককে (৩৫) ফেলে রেখে একটি যাত্রীবাহী বাস পালিয়ে গেছে। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানায় বাসের লোকজন।

এ তথ্য নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী বিনিময় পরিবহনের একটি বাস থেকে ওই যুবককে অচেতন অবস্থায় ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে নামিয়ে রাখে। এ সময় আলিম নামে এক রিকশাচালক বাসের হেলপারের কাছে জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানানো হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ ওই ব্যক্তিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। 

রিকশাচালক আলিম জানান, ওই যুবককে রাস্তার পাশে শুইয়ে রেখে বাসটি দ্রুত জামালপুরের দিকে চলে যায়। 

এ বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, ‘ওই ব্যক্তিকে অচেতন অবস্থায়র উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্ত ও বাসটিও শনাক্তের চেষ্টা চলছে।’ 

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল