হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮টি সড়ক দুর্ঘটনা, নিহত ৩ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার কারণে ১৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কলেজছাত্রসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার জগৎপুরা এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ইশরাক (২০) নিহত হয়েছেন। এর আগে সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের ধল্লা-মনসুর এলাকায় বাস দুর্ঘটনায় একজন নিহত হন। একই সময়ে মহাসড়কের বাউখোলা এলাকায় অজ্ঞাত বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

জানা গেছে, আজ সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পোষ্টকামুরী চরপাড়া, দুল্যা, ইচাইল, কুরনী, শুভূল্যা, ধল্যা, মাদারজানি ও ভূঞাপুরের জগৎপুরা নামকস্থানে এসব দুর্ঘটনা ঘটে। এ সময় অ্যাম্বুলেন্স, মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, যাত্রীবাহী বাসসহ ১৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিহত কলেজছাত্র ইশরাক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আবু সাঈদের ছেলে। দুর্ঘটনার বিষয়ে তাঁর স্বজনেরা জানান, বাবার সঙ্গে ইশরাক টাঙ্গাইলের মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিল। পথে সড়ক দুর্ঘটনায় ইশরাক মারা গেছেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আজ সকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের জগতপুরা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

গোড়াই হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল বলেন, মির্জাপুরের ধল্লা-মনসুর এলাকায় বাস দুর্ঘটনায় হেলপার নিহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ছাড়া বাউখোলা এলাকায় অজ্ঞাত আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মূলত ঘনকুয়াশার কারণে বিভিন্ন স্থানে ১৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু