হোম > সারা দেশ > টাঙ্গাইল

কুমুদিনী হাসপাতালে অ্যাম্বুলেন্স উপহার দিলেন ভারতীয় হাইকমিশনার 

মির্জাপুর, প্রতিনিধি

ভারত সরকারের পক্ষ থেকে কুমুদিনী হাসপাতালে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, হস্তান্তরকৃত অ্যাম্বুলেন্সটি আধুনিক। জরুরি রোগীদের জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত। যা চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের জরুরীসেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করবে। এটি করোনা পরবর্তীকালেও বাংলাদেশের মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, 'বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষের দ্বারা শারদীয় দুর্গোৎসব আনন্দদায়কভাবে উদ্‌যাপন হচ্ছে। এ দেশের মানুষের মানবসেবা মনোভাব এবং আন্তরিকতার ঐতিহ্য ৭১ এর মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিফলিত করে। যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।' 

এ সময় তিনি কুমুদিনী কল্যাণ সংস্থার কর্মকর্তা কর্মচারী, হাসপাতালের চিকিৎসক নার্স এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। এরপর তিনি হাসপাতাল পরিদর্শন করেন। পরে ভারতীয় হাইকমিশনার নৌকা যোগে লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সহার নিজ বাড়ির পূজা মণ্ডপে যান। সেখানে দুর্গা পূজা উপলক্ষে আয়োজিত আরতি অনুষ্ঠান উপভোগ করেন এবং পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনারের স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামী, হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি (পাবলিক ডিপলোম্যাসি) দীপ্তি এ্যানাঘাট, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম প্রমুখ। 

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু