হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশের কড়াকড়ি

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে সাত দিনের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিনের মতো আজ শনিবার লকডাউনের তৃতীয়দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশের কড়াকড়ি লক্ষ্য করা গেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত গাজীপুরের চন্দ্রা ত্রি মোড় এলাকায় ট্রাফিক পুলিশ ছিল ব্যাপক তৎপর।

আজ শনিবার সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে মামলা দেওয়াসহ জরিমানা আদায় করে ট্রাফিক পুলিশ। এদিন রাস্তাঘাটে পরিবহন ও সাধারণ মানুষের চলাচল কম দেখা গেছে।

সালনা হাইওয়ে ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা ও খাড়াজোড়া এলাকায় দুটি চেকপোস্ট বসিয়ে সকাল থেকে পাঁচটি গাড়ি আটক করা হয়েছে। রেকার বিলের জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা। আইন অমান্য ও কাগজপত্রের সমস্যার কারণে ছয়টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। পণ্যবাহী যানবাহন ছাড়া কেউ বাইরে বের হলেই তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।

গাজীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মকবুল হোসেন জানান, গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর নির্দেশনায় টিআই খাইরুল হাসান সরকারের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারের যে বিধিনিষেধ আছে তা কার্যকর করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। কঠোর লকডাউনের মধ্যে যেসব গাড়ির অনুমতি রয়েছে সেসব গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। আর যেসব গাড়ি চলাচলের অনুমতি নেই সেসব গাড়ি আটক করে মামলা দেওয়া হচ্ছে।

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু