হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুপুরেই ফাঁকা, নেই তেমন পরিবহন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এতে দুপুরের মধ্যেই মহাসড়ক ফাঁকা হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে যানজট থাকা ২৫ কিলোমিটার সড়কে এখন তেমন পরিবহন দেখা যাচ্ছে না। 

এর আগে গতকাল বুধবার রাত থেকে মহাসড়কের বিভিন্ন জায়গায় পরিবহন বিকেল হওয়ায় মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত টাঙ্গাইলের রাবনা বাইপাস হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে যানজট দেখা দেয়। পরে দুপুরের পর তা স্বাভাবিক হতে শুরু করে। 

অন্যদিকে উত্তরবঙ্গ হতে ঢাকাগামী পরিবহনগুলোকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে ঘুরিয়ে ভূঞাপুরে-এলেঙ্গা সড়কে প্রবেশ করানো হচ্ছে। এতে ১৩ কিলোমিটার মহাসড়কের পরিবর্তে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে পরিবহনগুলোকে আবার মহাসড়কে উঠতে হচ্ছে। ফলে মহাসড়কে যানজট বা ভোগান্তি কম হচ্ছে। 

পরিবহনের চালকেরা জানান, ঈদে মহাসড়কে যানজট নিরসনে পুলিশ প্রশাসন ভালো উদ্যোগ নিয়েছে। এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব ১৩ কিলোমিটার পর্যন্ত দুই লেনে সড়কে যানজট থাকতে। কিন্তু ঈদ উপলক্ষে সেটি এক লেনে পরিবহন চলাচল করায় যানজট কমে গেছে। এতে উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী পরিবহনগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে গোল চত্বর থেকেই।

এদিকে ঢাকাগামী গরুবাহী ট্রাকগুলো সকালের দিকে ভোগান্তিতে পড়লেও দুপুরের পর স্বাভাবিকভাবে চলাচল করছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। 

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, দুপুরের পর মহাসড়কে তেমন পরিবহন নেই। এতে ফাঁকা রয়েছে মহাসড়ক। তবে বিকেলের দিকে মহাসড়কের পরিবহনের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। 

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা