হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক সেনাসদস্যসহ দুজন নিহত হয়েছেন। কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ওই সেনাসদস্য এবং সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে অপর এক ব্যক্তির মৃত্যু হয়। আজ বুধবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন ট্রেনে কাটা পড়ে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 

কালিহাতীতে নিহত সেনাসদস্যের নাম ফখরুল ইসলাম। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। তবে তিনি কোন রুটের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন, তা জানা যায়নি। অন্য দিকে ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনো। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। 
রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে। 

উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, ঘারিন্দা এলাকা থেকেও ট্রেনে কাটা পড়া একটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন