হোম > সারা দেশ > টাঙ্গাইল

হত্যাসহ চার মামলায় সাবেক এমপি ছানোয়ার ১৯ দিন রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে সাবেক এমপি ছানোয়ার ১৯ দিন রিমান্ডে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনকে চার মামলায় ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার টাঙ্গাইল সদর আমলি আদালতে হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালতে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে দুপুরে ছানোয়ার হোসেনকে টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলা, দুইটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করে আমলি আদালতে হাজির করে পুলিশ।

শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খান স্কুলছাত্র মারুফ হত্যা মামলা ও দ্রুতবিচার আইনের মামলায় পাঁচ দিন করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর তাঁকে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মৎ রুমি খাতুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ থেকেই ছানোয়ার হোসেনকে তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।

উল্লেখ্য, ছানোয়ার হোসেন ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

পরে ১৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর ভাটারা থানা-পুলিশ তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। ভাটারা থানায় করা একটি মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারপর থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু