হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভিমরুলের হুলে এক পরিবারের ২ শিশুর মৃত্যু

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের হুলে জুবায়ের (৮) ও নূর নবী (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে জুবায়ের এবং বিকেলে নূর নবী মারা যায়।

নিহত জুবায়ের উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিন ও নূর নবী একই পরিবারের জসিম মিয়ার ছেলে। জালাল ও জসিম সম্পর্কে চাচাতো ভাই। 

প্রতিবেশী আতিকুর রহমান তাহের বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করছিল। এ সময় ঝোপঝাড়ের মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে ওই দুই শিশুর গায়ে হুল ফোটায়। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। প্রচণ্ড জ্বরে আজ ভোররাতে জুবায়েরের মৃত্যু হয়। 

পরে নূর নবীকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আজ জুমার নামাজের পর জুবায়েরের জানাজা শেষে নূর নবীরও মৃত্যুর খবর জানতে পারি। 

কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, জুমার নামাজের পর আমি একজনের জানাজায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। 

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত