হোম > সারা দেশ > টাঙ্গাইল

বিয়ের দুদিন পর শ্বশুরবাড়ির পুকুরে ডুবে যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বিয়ের দুই দিনের মাথায় শ্বশুরবাড়ির পুকুরে গোসলে নেমে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার বিকেলে মধুপুর উপজেলার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাটারবাইদ গ্রামে এ ঘটনাটি ঘটে। 

আজ সোমবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহির। 
 
ওই যুবকের নাম—জাহাঙ্গীর হোসেন (২৩)। তিনি ওই ইউনিয়নের আতেক্কার চালা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। 

এ বিষয়ে মহিষমারা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্রবার জাহাঙ্গীরের সঙ্গে চাটারবাইদ গ্রামের সেলিম উদ্দিনের মেয়ের বিয়ে হয়। এরপর গতকাল রোববার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে ‘ফিরানি’ আসেন জাহাঙ্গীর। মেজবানি শেষে ওই দিন বিকেলেই আবার বাড়ি ফেরার কথা ছিল জাহাঙ্গীরের। দুপুরে শ্বশুরবাড়ির পাশের পুকুরে শ্যালক-শ্যালিকাদের সঙ্গে গোসলে নামেন জাহাঙ্গীর। হঠাৎ পুকুরে ডুবে যান জাহাঙ্গীর।’ 

তিনি আরও বলেন, ‘এরপর আর ভেসে না ওঠায় ডাকাডাকি শুরু করে শ্যালক-শ্যালিকারা। পরে আশপাশের সবাই এ গিয়ে এসে পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। আধঘণ্টা চেষ্টার পর জাহাঙ্গীরের নিথর দেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক জাহাঙ্গীরকে ঘোষণা করেন।’ 

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুকুরে ডুবে জাহাঙ্গীর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সাঁতার না জানায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন