হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় সহোদর ৩ বোন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সহোদর তিন বোন। ওই তিন বোনের নাম সুমাইয়া, সাদিয়া ও রাবিয়া। 

প্রায় একই রকম দেখতে এই তিন বোন উপজেলার সখীপুর পিএম পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী। চলতি এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে তারা একসঙ্গেই পরীক্ষা দিচ্ছে। 

গতকাল শনিবার সকালে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে তিন বোনের ছবিসহ সংবাদ প্রকাশ হয়। পরে মুহূর্তের মধ্যেই শুভেচ্ছা বাণীসহ ওই তিন বোনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উপজেলাব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এসএসসি পরীক্ষার্থী তিন বোন। 

আজ রোববার দুপুরে তারা সখীপুর পিএম পাইলট গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হয়। এ সময় তাদের বাবা শফিকুল ইসলাম মেয়েদের কাছে ছুটে আসেন। বড়বোন সুমাইয়া ইসলাম বাবাকে আশ্বস্ত করেন, তিন বোনের পরীক্ষাই খুব ভালো হয়েছে।

সখীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার তিন মেয়ে এরই মধ্যে কোরআনে হাফেজ হয়েছে। শিক্ষা জীবনের শুরু থেকেই তারা পড়াশোনায় অনেক মনোযোগী। মেয়েদের জন্য সকলের কাছে দোয়া চাই।’ 

সখীপুর পিএম পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ওই তিন বোন প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছিল। আশা করছি এবারের এসএসসি পরীক্ষায়ও তারা কৃতিত্বের সঙ্গে ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু