হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে ৫ দিনেও মিলছে না করোনা রিপোর্ট

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিনেও করোনা রিপোর্ট পাচ্ছেন না শতাধিক নমুনা প্রদানকারী। আজ রোববার রিপোর্ট না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অবাদে ঘুরাফেরা করছেন অনেকে বলে জানিয়েছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান।

সিভিল সার্জন বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার নমুনা দেন বিভিন্ন এলাকার দুই শতাধিক লোক। তাঁদের মধ্যে কিন্তু আজ পর্যন্ত রিপোর্ট না পেয়ে অবাধে ঘোরাফেরা করছেন তাঁরা। ফলে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে।

এতদিনেও কেন রিপোর্ট পাওয়া যাচ্ছেনা সে সম্পর্কে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, টাঙ্গাইলে আগে ৩০০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করা হতো। বর্তমানে বিভিন্ন উপজেলা থেকে ৯০০ থেকে ১ হাজার লোকের নমুনা আসছে। কিন্তু জনবল যা ছিল তাই আছে। এতে রিপোর্ট পেতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এ ছাড়া সফটওয়ারে সমস্যার কারণেও অনেক সময় রিপোট পেতে বিলম্ব হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে এবং যক্ষা হাসপাতালে পিসিআর ল্যাব রয়েছে। সেখানে সদরের নমুনা পরীক্ষা করা হয়। তা ছাড়া মির্জাপুর উপজেলাসহ বাকি ১১টি উপজেলার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলে, এখনও রিপোর্ট না আসায় অনেকেই অবাধে চলাফেরা করছে। এতে করোনা ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন