হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান তালুকদার মারা গেছেন। গতকাল বুধবার ভোর রাতে তিনি মারা যান বলে নিশ্চিত করছেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক। মৃত মাসুদুল হাসান দেলদুয়ার উপজেলার ৯ নম্বর আটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

সাধারণ সম্পাদক বলেন, আজ বৃহস্পতিবার বাদ যোহর উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মাসুদুল হাসান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিমসহ জেলা-উপজেলার রাজনৈতিক, সামাজিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা। 

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাসুদুল হাসান তালুকদার নির্বাচিত হন। 

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি