হোম > সারা দেশ > টাঙ্গাইল

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ যুবকের

টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলের হরিপুর হাজীনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।

নিহতরা হলেন ঘাটাইল উপজেলার লাউয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অষ্টোচল্লিশা গ্রামের আব্দুল বাছেদের ছেলে আলমগীর হোসেন (২৫) এবং ধনবাড়ী উপজেলার হবিপুর পানকাতা গ্রামের আবুল হোসেনের শামীম হোসেন (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তিনজনই ওয়ার্কশপের শ্রমিক। তাঁরা উপজেলার বীর ঘাটাইলের একটি ওয়ার্কশপে কাজ করতেন। গতকাল রাতে তিনজন টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।

পথে তাঁদের মোটরসাইকেলটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর হাজীনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের লোকজন এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলটির গতি ছিল বেপরোয়া। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা