হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান। তিনি জানান, গতকাল বুধবার বিকেল তিনটার দিকে জ্বর নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু জ্বর শনাক্ত হয়।

মৃত ব্যক্তির নাম—আলমগীর মিয়া (৫২)। দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।

তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আলমগীর বুধবার বিকেলে তিনটার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়ার পর তার পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। পরে আজ (বৃহস্পতিবার) সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় ৫ জন, মির্জাপুর উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ২ জন রয়েছেন।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন