হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে দুই যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মোগলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার মোগলপাড়া নামক স্থানে শেরপুরগামী শিবু পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী বিনিময় পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ঘাটাইল ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শাকিল আহম্মেদ (২২), সরিষাবাড়ি উপজেলার আটুয়া বাজারের হারুর অর রশিদ (৩৫), টাঙ্গাইল জেলার সদর উপজেলার করটিয়ার রুবেল হোসেন (৩৫), মধুপুর উপজেলার কাইতকাই গ্রামের রহিম (৫০), কালিহাতী উপজেলার বাবলু (৩৫), ধনবাড়ি উপজেলার কাশেম (২৬), গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামের আব্দুল বারী (২২), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শাকিল মিয়া (৩৫) এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার গালাজোড় গ্রামের রেহেনা পারভীন (২৮)।

গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি