হোম > সারা দেশ > টাঙ্গাইল

কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের মোমবাতি-দেশলাই সঙ্গে আনতে বলল কর্তৃপক্ষ 

টাঙ্গাইল প্রতিনিধি

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কায় টাঙ্গাইলের একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের মোমবাতি ও দেশলাই সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এতে সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ। 

মোমবাতি ও দেশলাই আনার নির্দেশ দেওয়ার ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ কেন্দ্রে। এই কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশ গতকাল শনিবার কলেজের ফেসবুক পেজে পোস্ট করা হয়। 

এদিকে আজ রোববার থেকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগ ছাড়া সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এতে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ কেন্দ্রে প্রায় ১ হাজার ২০০ পরীক্ষার্থী অংশ নেবে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় মোমবাতি ও দেশলাই সামগ্রী আনতে নোটিশ জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। 

কলেজ কর্তৃপক্ষের এমন নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে অনেকে বিভিন্ন মন্তব্য করায় কলেজ কর্তৃপক্ষ ফেসবুক পেজ থেকে পোস্ট ডিলিট করে। 

কলেজের নোটিশে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে মোমবাতি ও দেশলাই সঙ্গে আনার জন্য নির্দেশ দেওয়া হলো। এই নোটিশ প্রস্তুত করেন সাজিয়া আফরিন নামে কলেজের একজন কম্পিউটার অপারেটর। 

মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘পরীক্ষা শুরুর দিন থেকে টানা সপ্তাহখানেক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এমন আশঙ্কায় পরীক্ষার্থীদের একটি মোমবাতি ও দেশলাই আনতে বলা হয়েছিল। কলেজে জেনারেটরের ব্যবস্থা নেই। বিদ্যুৎ চলে গেলে সমস্যার সৃষ্টি হবে। এ ছাড়া ১ হাজার ২০০ জন পরীক্ষার্থীর জন্য এত মোমবাতি জোগাড় করা সম্ভব না। একজন শিক্ষকের পরামর্শে নোটিশটি দিয়ে বিব্রত হয়েছি।’

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু