হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির ধীর গতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। ফলে যমুনা সেতু মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখী মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

আজ শুক্রবার ভোর থেকে বেলা ২টা পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট দেখা যায়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে যমুনা সেতু পূর্বে থেমে থেমে চলছে গাড়ি। এর আগে অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর ওপর গাড়ি বিকলসহ বিভিন্ন কারণে বুধবার ভোর ৪টা থেকে মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সেই যানজট সারা দিন পেরিয়েও সারা রাত অব্যাহত থাকে। সবশেষ আজ (শুক্রবার) মহাসড়কে যানজটের একই চিত্র দেখা যায়।

জানতে চাইলে কুড়িগ্রামগামী আজিজুর রহমান বলেন, ‘রাস্তার যে অবস্থা, কখন যে বাড়ি পৌঁছাতে পারব জানি না।’

এদিকে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আজও সারা দিন পরিবহনের সংকট ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘ধীর গতিতে গাড়ি চলাচল করছে। গাড়ি দ্রুত পারাপারের জন্য চেষ্টা করা হচ্ছে। রাতে সেতুতে কয়েকটা গাড়ি বিকল হয়ে যায়। এই গাড়িগুলো অপসারণ করতে সময় লাগে। আর এ জন্য যানজট লেগে যায়।’

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন