হোম > সারা দেশ > টাঙ্গাইল

পঞ্চম ছাগল চুরির চেষ্টাই তাঁদের কাল হলো! 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

চারটি বড় বড় ছাগল চুরি করে সিএনজি চালিত অটোরিকশা যোগে সাগরদিঘি থেকে ঘাটাইলের দিকে ফিরছিলেন তাঁরা। বনের মধ্যে পথের ধারে আরেকটি ছাগল দেখে সেটিও চুরি করার চেষ্টা করলেন। এই পঞ্চম ছাগল চুরি করতে গিয়েই স্থানীয়দের কাছে ধরা পড়েছেন ছাগল চোরেরা। 

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গুইয়াগম্ভীর এলাকায় এই ঘটনা ঘটেছে। 

ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্য মতে, স্থানীয়রা এক মহিলাসহ ৪ ছাগল চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত ছাগল চোররা হল সিরাজগঞ্জ জেলা সদরের সায়েদাবাদ গ্রামের ছবেদ আলীর ছেলে জয়নাল আবেদীন (৫৫), মতি মিয়ার ছেলে আবুল কালাম (৩৮) ছবদের আলীর ছেলে শাহাদত হোসেন (৪০) এবং পাইকশা গ্রামের আ. লতিফের মেয়ে রুপা খাতুন (২৫)। তাঁরা পরস্পরের আত্মীয়। 

সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও এলাকাবাসী জানায়, গুইয়াগম্ভীর গ্রামের মিনহাজ মিয়া এক অপরিচিত ব্যক্তিকে মুখ বাঁধা একটি ছাগল সিএনজি চালিত অটোরিকশায় তুলতে দেখেন। এ সময় মিনহাজ ওই ব্যক্তিকে ছাগলের বিষয়ে জানতে চাইলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। আশপাশের লোকজনের সহায়তায় সে ওই ব্যক্তিসহ সিএনজিতে থাকা আরও তিন ব্যক্তিকে আটক করে। সিএনজিতে আরও চারটি ছাগল ছিল। আটককৃত ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে ছাগলগুলো চুরি করে নিয়ে এসেছে বলে স্বীকার করেন। 

ঘাটাইল থানার এসআই মাহফুজুর রহমান বলেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন