হোম > সারা দেশ > টাঙ্গাইল

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টুর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগপত্রে জানা যায়, উপজেলার ধোপাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টু। তাঁর নির্বাচনে ভোট চাইতে যান মিন্টুর ভাই সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। এ সময় ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৌঁছালে তাঁর গাড়িতে লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর চালায় বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী আকবর হোসেনের ছেলে আপন হোসেন। এ সময় আপনের সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ওয়াদুদ তালুকদার সবুজ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টুর পক্ষে ভোট চাইতে যাই। কামাল হোসেন ধোপাখালী ইউনিয়নের (আনারস) প্রতীকের প্রার্থী। একপর্যায়ে ধোপাখালীর মঠবাড়ী এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আকবর হোসেনের ছেলে আপন ও তার  সহযোগী শফিকুল ইসলামসহ আরও ১৫ থেকে ২০ জন গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।

আজ শনিবার ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ধোপাখালীর ইউপি চেয়ারম্যান আকবর হোসেন এ ঘটনার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার কোনো কর্মী এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু