হোম > সারা দেশ > টাঙ্গাইল

টিকা নেওয়ার ৮ ঘণ্টা পর শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে করোনাভাইরাসের টিকা নেওয়ার ৮ ঘণ্টা পর তানজীন আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। টিকা নেওয়ার কিছুক্ষণ পর তার শরীরে জ্বর শুরু হয়, একপর্যায়ে জ্বর তীব্র হয়ে মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। তবে ভ্যাকসিন নেওয়ার কারণে তার মৃত্যু হয়নি বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। 

তানজীন আক্তার উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রামের শামসুর রহমানের মেয়ে। সে নরদহি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 

নিহতের পরিবার ও সহপাঠীরা জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নরদহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে কালিহাতী যান। সেখানে তানজীন আক্তারও টিকা নেন। টিকা নেওয়ার কিছুক্ষণ পরেই তার জ্বর আসলে সে বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর শরীর খারাপের জন্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নাপা ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ দেন। সে অনুযায়ী তাকে নাপা ট্যাবলেট খাওয়ানো হয়। পরে সন্ধ্যার দিকে মৃত্যু হয় তানজীনের। 

ওই শিক্ষার্থীর বড় ভাই বলেন, টিকা দেওয়ার কিছুক্ষণ পরে তানজীনের জ্বর আসে। স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা মোতাবেক নাপা ট্যাবলেট খাওয়ানো হয়। 

নরদহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ভ্যাকসিন নেওয়ার পরে তার প্রচণ্ড জ্বর উঠে। এরপর সে বাড়ি চলে যায়। 
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বলেন, ‘স্ট্রোকে তার মৃত্যু হতে পারে ভ্যাকসিন নেওয়ার কারণে নয়। ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যু হলে তার খিঁচুনি, শ্বাসকষ্ট ও বমিসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতো। কিন্তু তার মাঝে এসব কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।’ 

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন