হোম > সারা দেশ > টাঙ্গাইল

কৃষি জমির ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইল সখীপুর উপজেলায় কৃষিজমিতে শত বছরের পুরোনো ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে সড়ক নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের মাচিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। 
 
মানববন্ধনে অবিলম্বে বন্ধ করে দেওয়া ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ওই গ্রামের জামে মসজিদের সভাপতি জামাল সিকদার, ইউপি সদস্য কিসমত আলী, দাড়িপাকা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমান, কৃষক শামসুল হক, মুক্তার আলীসহ প্রমুখ। 
 
এ সময় বক্তারা বলেন, বন্ধ হওয়া ড্রেনেজ ব্যবস্থা চালু না করা হলে প্রায় ৬ একর জমির আবাদ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। 

উল্লেখ্য, উপজেলার মাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বেলতলী বাজার সড়ক সংযোগ রাস্তাটি প্রশস্ত করেন ওই গ্রামের জাহাঙ্গীর আলম। গত এক সপ্তাহ আগে জমিতে সেচ দেওয়ার ড্রেনেজ ব্যবস্থা মাটি দিয়ে ভরাট করে বন্ধ করার অভিযোগে স্থানীয় মুক্তার আলী প্রায় ২৫০ মিটার রাস্তার একপাশ কেটে ফেলেন। 

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত