হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

ফুয়াদ রঞ্জু, ভূঞাপুর

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের।

দুই যমজ ভাই আল আমিন ও আমিনুল ইসলামের সঙ্গে ১ লাখ টাকা মোহরানায় যমজ বোন ফাতেমা ও ফারজানা ইসলামের বিয়ে হয়েছে। ২২ জুলাই অনুষ্ঠিত এই বিয়েতে দাওয়াত না পেলেও অনেকে এসেছেন। এমনই একজন রফিকুল ইসলাম বলেন, ‘যমজের সঙ্গে যমজের বিয়ে, বিষয়টি ভিন্নরকম। দাওয়াত না থাকলেও বিষয়টি অন্য রকম হওয়ায় সেখানে গিয়ে ঘুরে এসেছি।’ বেশ ভালোই লেগেছে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তা-ও একই অনুষ্ঠানের মাধ্যমে। ২৭ জুলাই বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল হলেও দুই যমজ দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।

জানা যায়, ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছেন। আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন।

যমজ বোনের ফুফাতো বোনজামাই রবিউল ইসলাম জানান, ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি অনেকটা কাকতালীয়ভাবে মিলে গেছে। পরে লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে।

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল