হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে বেতবনে চিতাবাঘের বিচরণ, গ্রামজুড়ে আতঙ্ক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে একটি বেতবাগানে বেশ কয়েক দিন ধরে চিতাবাঘ বিচরণ করছে বলে জানা গেছে। এতে গ্রামবাসীর মধ্যে কয়েক সপ্তাহ ধরে আতঙ্ক বিরাজ করছে। বেশ কয়েক দিন ধরে উপজেলার হতেয়া গ্রামের লোকজন বাঘ দেখেছে বলে প্রচার করলেও অনেকেই তা বিশ্বাস করেনি। কিন্তু গতকাল শনিবার বিকেলে স্থানীয় এক যুবক দূর থেকে বেতবনের সড়কে বসে থাকা একটি চিতাবাঘের ছবি ফেসবুকে পোস্ট করলে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

হতেয়া গ্রামের বাসিন্দা স্বপন আহমেদ বলেন, ‘এত দিন বাঘ দেখার বিষয়টি কেউ পাত্তা দেয়নি। কিন্তু ছবিটি ফেসবুকে পোস্ট করলে গতকাল বিকেল থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ওই বাঘ চারটি ছাগল খেয়ে ফেলেছে। কেউ কেউ বাঘের কয়েকটি বাচ্চাও দেখেছে বলে জানিয়েছে।’ 

হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের হতেয়া রেঞ্জ কার্যালয়ের কাছেই একটি বেতবন রয়েছে। ওই বনেই বাঘটি নিয়মিত আনাগোনা করে। 

এ বিষয়ে বন বিভাগের হতেয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল আহাদ বলেন, ‘প্রায় তিন মাস ধরে এলাকায় একটি চিতাবাঘ বিচরণ করছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলেছি। একই সঙ্গে ওই বেতবনে জনসাধারণের প্রবেশ নিষেধ করেছি।’

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন