হোম > সারা দেশ > টাঙ্গাইল

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে শহীদ মিনারে অবস্থান

টাঙ্গাইল প্রতিনিধি 

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার সকালে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ’র ব্যানারে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করছে ‘নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ’। আজ সোমবার সকাল ৯টার দিকে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বসেন মঞ্চের কর্মীরা। তাঁরা দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ জানান।

সকালে অবস্থান কর্মসূচি পালনের বিষয়ে ফাতেমা রহমান বীথি, তাওহীদা ইসলাম স্বপ্নিল ও প্রেমা সরকার বক্তব্য দেন। তাঁরা জানিয়েছেন, নারী ও শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং নারীদের নিরাপত্তার দাবিতে বিকেল ৫টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।

গত সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও যাত্রীদের যৌন হয়রানির ঘটনা ঘটে। ওই বাসে ধর্ষণের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। ঘটনার তিন দিন পর গত শুক্রবার মির্জাপুর থানায় মামলা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইলের পুলিশ। এ ছাড়া নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডাকাতের কবল পড়া বাস জব্দ এবং চালক, তাঁর সহকারী ও সুপারভাইজারকে আটক করা হয়। তবে সে সময় মামলা না হওয়ায় পুলিশ তাঁদের আদালতের হাজির করলে বিচারক তাঁদের জামিনের আদেশ দেন।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন