হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগ নেতা সোহেল আনসারী (৪০)। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সোহেল আনসারীকে (৪০) ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহেল করোটিয়া সরকারি সাদত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদককে আজ বিকেলে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান আরও জানান, আনসারী আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার। তাঁর বাবার নাম নুর মিয়া আনসারী। টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সোহেলের নামে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। ঢাকা মহানগরে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে অংশ নিতে তিনি পল্লবী এলাকায় এসেছিলেন।

এ বিষয়ে তদন্ত চলছে এবং গ্রেপ্তার সোহেল আনসারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু