হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, আটক ১ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে ডিবি পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে দেলোয়ার হোসেন খান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। 

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, কখনো ডিবি, কখনো আনসার কমান্ডার, আবার কখনো নিজেকে বড় কোনো সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতেন দেলোয়ার হোসেন খান। আজ রোববার বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় ডিবি পরিচয় দিয়ে তিনি এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেন। এ সময় তাঁর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান ওই ব্যক্তি। পরে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁর প্রতারক পরিচয় বেরিয়ে আসে।’

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘দেলোয়ার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের কাছ খে প্রতারণা করে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতেন তিনি। আজ বিকেলে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু