হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ দুটি লরি লাইনচ্যুত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ২টি লরি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী ঢালুতে উল্টে পড়ে গেছে। এ ছাড়া সামনের একটি  লরি লাইনচ্যুত হয়েছে। এতে তেলবাহী ট্রেনের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেলে সোয়া ৫টার দিকে মির্জাপুর রেলস্টেশনের পশ্চিমাংশে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে রংপুর ডিপোতে যাচ্ছিল। ট্রেনের ১৫টি লরি ছিল। এর মধ্যে ইঞ্জিনসহ অকটেন ভর্তি ট্রেনের সামনের দুটি লরি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায়।

কামরুল হাসান আরও জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ৯৮১ ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনে ক্রসিং হওয়ার কথা ছিল। তেলবাহী ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে রেখে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে চলে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৯৮১ তেলবাহী ট্রেনটিকে লুপ লাইনে প্রবেশ করার জন্য সিগনাল দেওয়া হয় এবং ট্রেনটি যেন স্টেশনে দাঁড়ায় সে ব্যবস্থা করা হয়। কিন্তু তেলবাহী ট্রেনটির ব্রেকিং সিস্টেমে কাজ না করায় এবং ব্রেক কন্ট্রোল করতে না পারায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক তাঁকে জানান।

স্টেশন মাস্টার কামরুল হাসান আরও জানান, এতে ট্রেনের ইঞ্জিন এবং ইঞ্জিনের সঙ্গে একটি লরি ট্রেন লাইনের বাইরে উল্টে পড়ে যায়। এ ছাড়া অপর একটি লরির সামনের অংশ লাইনচ্যুত হয়। এ কারণে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিকে মহেড়া স্টেশনে বেশ কিছু সময় বিলম্বিত করানো হয়। তবে তেলবাহী ট্রেনটি লুপ লাইনে লাইনচ্যুত হওয়ায় মেইন লাইন সচল রয়েছে। সে কারণে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে পরে পাসিং করাতে সক্ষম হয়েছেন। এ ছাড়া তেলবাহী ট্রেনটি লুপ লাইনে থাকায় মেইন লাইন দিয়ে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হবে না। আর দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উদ্ধার কাজ দ্রুতই শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। 

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু