হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনা নদীতে নৌভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদের আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম শাপলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে যমুনা নদীর ভদ্রশিমুল অংশ থেকে ওই যুবক নিখোঁজ হন। 

নিখোঁজ ব্যক্তি হলেন ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে শরিফ। 

ইউপি চেয়ারম্যান শাহ আলম আরও জানান, ঈদের পরদিন শরিফ ও তাঁর বন্ধুরা মিলে ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হন। পরে রাত ৮টার দিকে তাঁরা ভদ্রশিমুল এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও শরীফ নৌকায় উঠতে পারেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, উপজেলার গাবসারা ইউনিয়নে শরিফ নামের এক যুবক ও তাঁর বন্ধুরা মিলে নৌকা নিয়ে পিকনিকে যান। ফেরার পথে ভদ্রশিমুল এলাকায় তাঁরা সবাই মিলে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও শরিফ নিখোঁজ হন। স্থানীয় লোকজন ও ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত