হোম > সারা দেশ > টাঙ্গাইল

নিখোঁজের ৬ দিন পর অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ছয় দিন পর ফাতেমা আক্তার (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সহবতপুর ইউনিয়নের দক্ষিণ সহবতপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সমাজ মিয়ার মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রথম স্বামী আলীমের সঙ্গে বিচ্ছেদ হয় ফাতেমার। এরপর পাঁচ বছর প্রবাস জীবন শেষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রুবেল মিয়া সঙ্গে বিয়ে করেন। পরে সাত মাস আগে রুবেলকে তালাক দিয়ে তাঁর ছোট ভাই শামীমকে বিয়ে করেন। এর মধ্যে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

তাঁরা আরও জানান, গত বৃহস্পতিবার স্বামীসহ ফাতেমা তাঁর বাবার বাড়ি সহবতপুর আসেন। পরের দিন সকালে শামীম ঘুম থেকে উঠে ফাতেমাকে পাননি। ফাতেমার পরিবারের সদস্যরা শামীমকে চাপ দিলে তিনি ঢাকা পালিয়ে যান। শামীমের মোবাইল ফোনে যোগযোগ করলেও কোনো জবাব দেননি। ছয় দিন নিখোঁজ থাকার পর বুধবার বাড়ির পাশের ঝোপের মধ্যে ফাতেমার ঝুলন্ত লাশ দেখতে পান চাচাতো ভাবি পারুল।

এ বিষয়ে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান সরকার জাহিদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল