হোম > সারা দেশ > টাঙ্গাইল

চুলার আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামে অগ্নিদগ্ধ হয়ে হাসিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চুলার পাশে আগুন পোহানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। 

গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান। 

ঘাটাইল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা যায়, হাসিনার স্বামী আব্দুল বারেক পেশায় একজন পান ব্যবসায়ী। হাসিনা চার সন্তানের মা। তাঁদের ছোট সন্তানের বয়স মাত্র এক মাস। 

হাসিনার বড় মেয়ে ফারিহা মাহবুবা বর্ষা বলেন, ‘সোমবার সন্ধ্যায় চুলায় ভাত রান্না করার পর চুলার পাশেই দাঁড়িয়ে মা আগুন পোহাচ্ছিলেন। বাবা এ সময় ব্যবসায়িক কাজে ঘরের বাইরে ছিলেন। আগুন পোহানোর একপর্যায়ে মায়ের গায়ের কাপড়ে আগুন ধরে যায়। এ অবস্থায় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর অগ্নিদগ্ধ মাকে উদ্ধার করে প্রতিবেশীরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’ 

এ বিষয়ে প্রতিবেশী জুলহাস মিয়া জানান, কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই হাসিনা আক্তারকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা