হোম > সারা দেশ > টাঙ্গাইল

ক্যানসারের চিকিৎসা নিতে যাওয়ার পথে মেয়ে–বোনসহ প্রাণ হারালেন ফরিদা

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

ক্যানসারে আক্রান্ত ফরিদা (৩৬)। চট্টগ্রাম জেলার ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরের বাসিন্দা তিনি। মেয়ে মারিয়া (১৭) ও বড়বোন ফেরদৌসী বেগম (৪০) অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাচ্ছিলেন সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে। মাঝ পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সবার।

আজ শনিবার সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় এই দুর্ঘটনা ঘটে। ফরিদা, তাঁর মেয়ে ও বোনসহ পাঁচজন নিহত হন। আহত হন আরও আটজন।

নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার ইপিজেড থানার দক্ষিণ হালিশর এলাকার মোর্শেদের স্ত্রী ফরিদা (৩৬), তাঁর মেয়ে মারিয়া (১৭), একই থানার ত্রিপোর্ট এলাকার ফরিদার বোন ফেরদৌসী বেগম (৪০), অ্যাম্বুলেন্স চালক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চালা এলাকার আক্কাস আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৯) ও হেলপার সলঙ্গা উপজেলার রানীনগর এলাকার আবদুর রাজ্জাক মণ্ডলের ছেলে জুয়েল (২৮)।

আহতরা হলেন, নিহত ফরিদার ছোট মেয়ে মাহি (১০), ফরিদার ভাইয়ের ছেলে চট্টগ্রাম জেলার ইপিজেড থানার ত্রিপোর্ট এলাকার মাহবুব আলমের ছেলে মারুফ (১৬), পিকআপের চালক আল-আমিন (৩৫), নুর রহমান (৪৫), শেরপুর জেলার নকলা থানার রুহা বেপারী পাড়া এলাকার মারফত (২৮), গাজীপুর জেলার জয়দেবপুর থানার দিঘীর চালা সোবহান হক মার্কেট এলাকার আবদুর রাজ্জাক মিঞার ছেলে কবির মিঞা (৪০), রায়হান মিঞা (২২) ও বাদশা মিঞা (২০)।

প্রত্যক্ষদর্শী জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে উত্তরাঞ্চলগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন আরও আটজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ফরিদার ভাতিজা মেহেদি হাসান (২৫) আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ফুফু ছয় মাস ধরে ক্যানসারে আক্রান্ত। শনিবার দিবাগত মধ্যরাতে চট্টগ্রামের দক্ষিণ হালিশর থেকে তাঁরা চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে। পথেই মারা গেলেন।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আহত পিকআপের চালক-সহকারী ও মাছ ব্যবসায়ী আটজনকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা