হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে নারী সমন্বয়ককে যৌন হয়রানি

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে নারী সমন্বয়ককে যৌন হয়রানি। ছবি: সিসিটিভি থেকে নেওয়া

টাঙ্গাইলের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নারী সমন্বয়ক যৌন হয়রানির শিকার হয়েছেন। এ সময় সঙ্গে তাঁর দুই বোনও ছিলেন। গতকাল শুক্রবার রাতে শহরের ভিক্টোরিয়া ফুড জোনের সামনে চারজন বখাটে তাঁকে হয়রানি করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে বখাটেরা চলে যায়।

বখাটেদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

সিসিটিভির ফুটেজ থেকেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক ওই সমন্বয়কের সঙ্গে তর্ক করছেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়।

ভুক্তভোগী নারী সমন্বয়ক বলেন, টাঙ্গাইল প্রেসক্লাব থেকে ওই বখাটেরা অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুড জোনে আসার পর তারা হয়রানি শুরু করে। এ সময় তারা বিভিন্ন মন্তব্য করতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু