হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে নারী সমন্বয়ককে যৌন হয়রানি

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে নারী সমন্বয়ককে যৌন হয়রানি। ছবি: সিসিটিভি থেকে নেওয়া

টাঙ্গাইলের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নারী সমন্বয়ক যৌন হয়রানির শিকার হয়েছেন। এ সময় সঙ্গে তাঁর দুই বোনও ছিলেন। গতকাল শুক্রবার রাতে শহরের ভিক্টোরিয়া ফুড জোনের সামনে চারজন বখাটে তাঁকে হয়রানি করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে বখাটেরা চলে যায়।

বখাটেদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

সিসিটিভির ফুটেজ থেকেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক ওই সমন্বয়কের সঙ্গে তর্ক করছেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়।

ভুক্তভোগী নারী সমন্বয়ক বলেন, টাঙ্গাইল প্রেসক্লাব থেকে ওই বখাটেরা অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুড জোনে আসার পর তারা হয়রানি শুরু করে। এ সময় তারা বিভিন্ন মন্তব্য করতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত