হোম > সারা দেশ > টাঙ্গাইল

চলন্ত বাসে চালকের হাতে পান-চুন, উল্টে গেল বাস

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

চলন্ত বাসের চালকের এক হাতে পান অন্য হাতে চুন, এর মধ্যেই হঠাৎ সামনে ট্রাক এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায় মহাসড়কে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

ওই বাসের যাত্রী রুলি বেগম জানান, বগুড়া থেকে ঢাকা যাওয়ার জন্য পনেরো থেকে বিশ জনের মতো যাত্রী ছিল। ড্রাইভারের পাশেই বসেছিলাম। অনেক গতিতে চলা অবস্থায় ড্রাইভার এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছিল। এ সময় হঠাৎ সামনে একটি ট্রাক এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। 

এদিকে মহাসড়কের মাঝখানে বাসটি উল্টে পড়ায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। পরে পুলিশ বাসটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, চালক নিয়ন্ত্রণ হারানোয় বাসটি উল্টে যায়। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়। এ ছাড়া বাসের চালক হেলপার পালিয়ে গেছেন। 

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন