টাঙ্গাইলের সখীপুরে শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অপরাধে জয়নাল আবেদীন (৫০) নামের এক প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম এ আদেশ দেন। জয়নাল আবেদীন উপজেলার বড়চওনা ইউনিয়নের জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, ৯ আগস্ট জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর অভিভাবক প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও ফারজানা আলম ওই বিদ্যালয়ে গিয়ে কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে এক মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম বলেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে এক মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, আদেশের পর জয়নাল আবেদীনকে জেলা কারাগারে পাঠানো হয়।