হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা

টাঙ্গাইলের মির্জাপুরে অস্ত্রসহ আরজু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মির্জাপুর থানা-পুলিশ উপজেলার মহেড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল শুক্রবার রাতে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় দুটি বিদেশি পিস্তল ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাঁকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।’

আরজু মিয়ার বাড়ি উপজেলার স্বল্পমহেড়া গ্রামে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রবাস জীবন শেষে ফেব্রুয়ারি মাসে দেশে আসেন।

পুলিশ সূত্র জানান, গতকাল রাতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা, রামকৃষ্ণ দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুল ফোর্স নিয়ে মহেড়া গ্রামে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁকে আটক করা হয়। তখন আরজু মিয়ার বসতঘর থেকে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চারটি গুলি, রামদা, কয়েকটি চাকু, কয়েকটি ছুরি, দুটি চাপাতি, তিনটি টর্চলাইট, কাটার, দুটি প্লায়ার্স উদ্ধার করা হয়।

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন