মধুপুরে জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জলছত্র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সোমবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জলছত্র ফুটবল মাঠে বেরীবাইদ একাদশ বনাম গোপালপুর একাদশ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি ড্র হয়। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ১৬টি দল।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।