হোম > সারা দেশ > টাঙ্গাইল

পাগলাটে আচরণে নাকাল পুলিশ

মির্জাপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটায় এক ব্যক্তির পাগলাটে আচরণে বিপাকে পড়েছে পুলিশ। আজ বুধবার সকালে ওই ব্যক্তি এ ঘটনা ঘটান। 

জানা গেছে, আজ বুধবার সকালে দেওহাটা ব্রিজের নিচে একটি পুকুরে লাফ দিয়ে পানিতে পড়ে অপরিচিত এক ব্যক্তি ডুবে ছোটাছুটি করতে থাকেন। স্থানীয়রা দেখে মির্জাপুর থানার পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে পুলিশ গিয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দমকল বাহিনীর ডুবুরি দল গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে নামামাত্র লোকটি হাঁসের মতো ডুব দিয়ে লুকোচুরি খেলতে থাকেন।

এ সময় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। তাঁর নাম-ঠিকানা জিজ্ঞেস করলে কিছুই বলেন না। ঠিকানা লেখার জন্য কাগজ দিলে তাও খেয়ে ফেলেন। 

পুলিশের ধারণা, লোকটি সদ্যই পাগল হয়ে থাকতে পারে। 

যদি কেউ অজ্ঞাত ব্যক্তির নাম-ঠিকানা জেনে থাকেন, তাহলে তাঁকে মির্জাপুরের দেওহাটা ফাঁড়ির আইসি উপপরিদর্শক (এসআই) আইয়ূব খানের মোবাইল নম্বরে (০১৭১১৩৩২৩৬৮) যোগাযোগ করতে বলা হয়েছে। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, অপরিচিত এই লোক যেকোনো কারণে সদ্য মানসিক ভারসাম্য হারিয়ে থাকতে পারেন। তাঁকে উদ্ধার করে পুলিশের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন