বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। আজ মঙ্গলবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ বলছে, গতকাল সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। যানবাহন পারাপার হয়েছে ৪২ হাজার ৫৬০টি।
এর মধ্যে সেতুর পূর্ব অংশে (টাঙ্গাইল অংশ) ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা এবং সেতু পশ্চিম অংশে (সিরাজগঞ্জ অংশ) ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।
প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন পারাপার হচ্ছে। যানজট এড়াতে উভয় পাড়ে অতিরিক্ত টোল বুথও বসানো হয়েছে।’