হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে আল আমিন (২০) নামের এক মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ছাত্রের মৃগী রোগ ছিল বলে জানান মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি। অন্যদিকে সেই বক্তব্য অস্বীকার করেন মাদ্রাসাছাত্রের বড় ভাই। তাঁর দাবি, মৃত্যুর পর তাঁর ভাইয়ের নাকের দুই ছিদ্রে রক্ত লেগে ছিল।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কালিয়ান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। আল আমিন উপজেলার বেতুয়া গ্রামের মধ্যপাড়া এলাকার শামছুল আলমের ছেলে। 

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার অন্যান্য শিক্ষার্থী ফজরের নামাজ পড়তে উঠলেও আল আমিন শুয়ে ছিল। এ সময় মাদ্রাসার শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী ধাক্কা দিলে আল আমিনকে অচেতন অবস্থায় দেখা যায়। পরে আল আমিনের পরিবারকে বিষয়টি মোবাইলে জানানো হয়। খবর পেয়ে আল আমিনের মা অচেতন অবস্থায় আল আমিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল আহাদ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানতে পারলাম সে আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত ছিল।’ 

কালিয়ান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আল আমিনের মৃগী রোগ ছিল। ভোররাতে আল আমিনের অবস্থা গুরুতর জেনে ওর মাকে ডেকে এনে তিনজন ছাত্রসহ হাসপাতালে পাঠিয়ে দিই।’ 

এদিকে আল আমিনের বড় ভাই মিনহাজ উদ্দিন বলেন, ‘আমার ভাই আগেও অসুস্থ হইছিল ঠিক আছে, তবে তার কোনো মৃগী রোগ ছিল না। মৃত্যুর পর আমার ভাইয়ের নাকের দুই ছিদ্রে রক্ত লেগে ছিল।’ 

স্থানীয় ইউপি সদস্য ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসাইন বলেন, ‘আল আমিনের মৃত্যুর সুস্পষ্ট কারণ আল্লাহ ভালো জানেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হচ্ছে।’ 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন